Monday, January 27, 2020
Friday, September 20, 2019
ফরাজি আন্দোলন (Farazi movements)
☼ ফরাজি আন্দোলন (Farazi movements):-
বাংলার ওয়াহাবি আন্দোলনের আদর্শে মুসলিম সমাজে ১৮১৮ খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলনের সূত্রপাত হয় । ১৮১৮ থেকে ১৯০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাজি আন্দোলন চলে । 'ফরাজি' শব্দের অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য । ফরাজি আন্দোলনের মূল প্রবর্তক ছিলেন হাজি শরিয়তুল্লাহ । হাজি শরিয়তুল্লাহ কুসংস্কারমুক্ত সাম্যবাদী সমাজ গঠনের কথা বলতেন । নীলকর সাহেব ও হিন্দু-মুসলিম জমিদারদের বিরুদ্ধে ফরাজি আন্দোলন গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেছিল । ফরিদপুর ঢাকা, ময়মনসিংহ, বরিশাল প্রভৃতি স্থানের গরিব হিন্দু-মুসলিম কৃষক, তাঁতি, কারিগর. শ্রমিক প্রমুখ এই ফরাজি আন্দোলনে সামিল হয়েছিলেন । বাংলার নিপীড়িত ও অত্যাচারিত মানুষের কাছে হাজি শরিয়তুল্লাহ ছিলেন এক আদর্শ পুরুষ । হাজি শরিয়তুল্লাহ ১৮২০ খ্রিস্টাব্দে 'ফরাজি' নামে একটি ধর্মীয় সম্প্রদায় গঠন করেন । এই সম্প্রদায়ের লোকজনদের নিয়ে তিনি সংস্কার ও সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন ।
১৮৩৭ খ্রিস্টাব্দে হাজি শরিয়তুল্লাহ মারা গেলে তাঁর পুত্র দুধু মিঁয়া এই আন্দোলনের হাল ধরেন । দুধু মিঁয়া বা মহম্মদ মুসিন ফরাজি আন্দোলনকে একটি রাজনৈতিক-অর্থনৈতিক ও সামাজিক আন্দোলনে পরিণত করেন । জমিদার, নীলকর ও সরকারের বিরুদ্ধে তাঁর স্লোগান ছিল 'যারা জমি চাষ করছে জমি তাদেরই' অথবা 'জমির মালিক ঈশ্বর' । ১৮৩৯ খ্রিস্টাব্দ থেকে ১৮৪৭ খ্রিস্টাব্দের মধ্যে ঢাকা, পাবনা,বাখরগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালি, খুলনা ছাড়াও তার প্রভাবে এপার বাংলার ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ফরাজি আন্দোলনের ভাবধারা ছড়িয়ে পড়ে । ক্রমে ফরাজি আন্দোলন তার অসাম্প্রদায়িক চরিত্র হারায় । জোরপূর্বক অর্থ আদায় এবং দল ভুক্তির জন্য এর জনপ্রিয়তা কমতে থাকে । শেষ পর্যন্ত জমিদার ও নীলকরদের চাপে কোম্পানি ১৮৫৭ খ্রিস্টাব্দে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুধু মিঞাকে কারারুদ্ধ করেন । করারুদ্ধ অবস্থায় ১৮৬২ খ্রিস্টাব্দে দুধু মিঁয়ার মৃত্যু হয় । দুধু মিঁয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে ।
দুধু মিঁয়ার মৃত্যুর পর পুত্র নোয়া মিঁয়া বা আব্দুল গফুর কিছু কাল পিতার আন্দোলন চালিয়ে যান । আব্দুল গফুর ফরাজি আন্দোলনকে ধর্মীয় আন্দোলনে পরিণত করেন ।
বাংলার ওয়াহাবি আন্দোলনের আদর্শে মুসলিম সমাজে ১৮১৮ খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলনের সূত্রপাত হয় । ১৮১৮ থেকে ১৯০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাজি আন্দোলন চলে । 'ফরাজি' শব্দের অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য । ফরাজি আন্দোলনের মূল প্রবর্তক ছিলেন হাজি শরিয়তুল্লাহ । হাজি শরিয়তুল্লাহ কুসংস্কারমুক্ত সাম্যবাদী সমাজ গঠনের কথা বলতেন । নীলকর সাহেব ও হিন্দু-মুসলিম জমিদারদের বিরুদ্ধে ফরাজি আন্দোলন গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেছিল । ফরিদপুর ঢাকা, ময়মনসিংহ, বরিশাল প্রভৃতি স্থানের গরিব হিন্দু-মুসলিম কৃষক, তাঁতি, কারিগর. শ্রমিক প্রমুখ এই ফরাজি আন্দোলনে সামিল হয়েছিলেন । বাংলার নিপীড়িত ও অত্যাচারিত মানুষের কাছে হাজি শরিয়তুল্লাহ ছিলেন এক আদর্শ পুরুষ । হাজি শরিয়তুল্লাহ ১৮২০ খ্রিস্টাব্দে 'ফরাজি' নামে একটি ধর্মীয় সম্প্রদায় গঠন করেন । এই সম্প্রদায়ের লোকজনদের নিয়ে তিনি সংস্কার ও সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন ।
১৮৩৭ খ্রিস্টাব্দে হাজি শরিয়তুল্লাহ মারা গেলে তাঁর পুত্র দুধু মিঁয়া এই আন্দোলনের হাল ধরেন । দুধু মিঁয়া বা মহম্মদ মুসিন ফরাজি আন্দোলনকে একটি রাজনৈতিক-অর্থনৈতিক ও সামাজিক আন্দোলনে পরিণত করেন । জমিদার, নীলকর ও সরকারের বিরুদ্ধে তাঁর স্লোগান ছিল 'যারা জমি চাষ করছে জমি তাদেরই' অথবা 'জমির মালিক ঈশ্বর' । ১৮৩৯ খ্রিস্টাব্দ থেকে ১৮৪৭ খ্রিস্টাব্দের মধ্যে ঢাকা, পাবনা,বাখরগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালি, খুলনা ছাড়াও তার প্রভাবে এপার বাংলার ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ফরাজি আন্দোলনের ভাবধারা ছড়িয়ে পড়ে । ক্রমে ফরাজি আন্দোলন তার অসাম্প্রদায়িক চরিত্র হারায় । জোরপূর্বক অর্থ আদায় এবং দল ভুক্তির জন্য এর জনপ্রিয়তা কমতে থাকে । শেষ পর্যন্ত জমিদার ও নীলকরদের চাপে কোম্পানি ১৮৫৭ খ্রিস্টাব্দে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুধু মিঞাকে কারারুদ্ধ করেন । করারুদ্ধ অবস্থায় ১৮৬২ খ্রিস্টাব্দে দুধু মিঁয়ার মৃত্যু হয় । দুধু মিঁয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে ।
দুধু মিঁয়ার মৃত্যুর পর পুত্র নোয়া মিঁয়া বা আব্দুল গফুর কিছু কাল পিতার আন্দোলন চালিয়ে যান । আব্দুল গফুর ফরাজি আন্দোলনকে ধর্মীয় আন্দোলনে পরিণত করেন ।
Thursday, August 22, 2019
ICDS SUPERVISOR Recruitment Exam 2019 IMPORTANT Question Answer
Crack Wbcs
ICDS SUPERVISOR Recruitment Exam 2019
IMPORTANT Question Answerআমাদের ইউটিউব চ্যানেল
IMPORTANT Question Answerআমাদের ইউটিউব চ্যানেল
হ্যালো তোমরা নিশ্চয় আইসিডিএস সুপারভাইজারের এক্সাম দিতে চলেছে সেই এক্সাম সেট জেনারেল যে পাটা আছে সেই পাড় থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন উত্তর আসবে তো সেই প্রশ্ন-উত্তর গুলি পড়ার জন্য তোমাদের অনেক পড়াশোনা করতে হবে তো তার জন্য হিস্ট্রি জিওগ্রাফি বায়োলজি সাইন্স সব বিষয় কিন্তু তোমাদের পড়তে হবে আমরা আজকে তোমাদের ইতিহাস থেকে একটা পঞ্চাশটা প্রশ্ন-উত্তরের ভিডিও নিয়ে এসেছি এখানে তুমি পঞ্চাশটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাবে সুলতানি যুগের উপর থেকে সুলতানি যুগের সূচনা থেকে শেষ পর্যন্ত ইম্পর্ট্যান্ট পঞ্চাশটা প্রশ্ন এখানে আমি তুলে ধরেছি যে 50 টাপিডিএফ ডাউনোড প্রশ্নের উত্তর যদি তোমরা দেখে রাখুন অবশ্যই আর কোনদিন সেগুলি ভুলবেনা সঙ্গে সঙ্গে সেখানে থেকে যদি আরো কিছু প্রশ্ন এসে থাকে তাহলে সেগুলি আমি পরবর্তীতে আস্তে আস্তে কভার করতে থাকব তো তোমরাই প্রশ্ন উত্তর গুলো দেখতে থাকো আর পিডিএফটি আমি এখানে নিচের লিঙ্ক দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করে তুমি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওটি ডাউনলোড করে পড়তে থাকো এরকম আরো পিডিএফ আরো প্রশ্ন উত্তরঃ আমরা দিতে থাকব তো আমাদের সঙ্গে যুক্ত থাকে আর আমাদের কাছ থেকে এরকম পিডিএফ পেতে থাকো ধন্যবাদ।।
https://drive.google.com/file/d/1PZVXLEqLsmF-O8JAJVcxHiKa0Njpb18_/view?usp=drivesdk
https://drive.google.com/file/d/1PZVXLEqLsmF-O8JAJVcxHiKa0Njpb18_/view?usp=drivesdk
আমাদের ইউটিউব চ্যানেল
https://www.youtube.com/channel/UCq-DbSbYhZEiMVGATtS2Jbg
Our YouTube Channelhttps://www.youtube.com/channel/UCq-DbSbYhZEiMVGATtS2Jbg
Friday, May 25, 2018
WBCS EXAM Important Books
IMPORTANT BOOKS FOR WBCS EXAM
MUST WATCH THIS VIDEO
https://youtu.be/c7ZSpriFcsA
1)Indian History Paperback – 27 Jul 2017
by Krishna Reddy (Author) --- http://amzn.to/2xPqx9J
2)Geography of India Paperback – 1 Sep 2017
by Majid Husain (Author) -- http://amzn.to/2fNicid
3) Indian Economy Paperback – 28 Apr 2017
by Ramesh Singh (Author) --- http://amzn.to/2fKrlbq
4) Indian Polity 5th Edition Paperback – 28 Oct 2016
by M. Laxmikanth (Author) --- http://amzn.to/2wuviUC
5) Quantitative Aptitude for Competitive Examinations Paperback – 21 Feb 2017
by R S Aggarwal (Author) --- http://amzn.to/2kjRXla
6) A New Approach to REASONING Verbal & Non-Verbal Paperback – Nov 2014
by B.S. Sijwalii (Author), Indu Sijwali (Author) --- http://amzn.to/2fLUgMc
7) Pratiyogita Darpan General Studies Indian Economy Exam Oriented Series-1 2017 -2018 Paperback – 2017 --- http://amzn.to/2xPrGhx














